
সোনারপুর – সবাই রাজনীতির ময়দানে দক্ষ। আজ মাঠ পেয়ে ময়দানে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, দিলীপ মন্ডল ও বিধায়ক শওকত মোল্লা। কখনও গোলপোস্টে দাঁড়িয়ে আবার কখনও গোলপোস্ট লক্ষ্য করে মন্ত্রীকে গোল দিলেন। বল পায়ে গোলপোস্ট লক্ষ্য করে মারতে দেখা গেল বিধায়ক লাভলী মৈত্রকেও। সেই তিনি বিখ্যাত জাগলার উত্তম দাসের কাছ থেকে জাগলিংয়ে হাতেখড়ি নিলেন ।
ফলো করুন – ফেসবুক পেজ লিঙ্ক – https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব লিঙ্ক – https://www.youtube.com/@SonarpurUpdate
সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর উদ্যোগে এমএলএ কাপের আয়োজন করা হয়েছে হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে। জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভারম্ভ হল। উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার ডগলাস ও রহিম নবি। উদ্ধোধনী অনুষ্ঠানের পর দুটি খেলা হয় ৷ খেলা দেখতে বেশ রাত পর্যন্ত উপস্থিত ছিলেন বহু দর্শক ৷ উদ্ধোধনী খেলা সোনারপুর ২ ও কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয় ৷ এই খেলায় কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত জয়ী হয় ৷ পরবর্তী খেলা অনুষ্ঠিত হয় লাঙলবেড়িয়া অঞ্চল ও কালিকাপুর ২ অঞ্চলের মধ্যে ৷ লাঙলবেড়িয়া এই খেলায় জয়লাভ করেছে ৷
শনিবার সকালে পোলঘাট অঞ্চলের বিরুদ্ধে মাঠে নামবে রাজপুর টাউন পরবর্তী খেলাটি হবে প্রতাপনগর অঞ্চলের বিরুদ্ধে সোনারপুর টাউনের ৷ ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে কালিকাপুর ২ ও লাঙলবেড়িয়া অঞ্চল ৷ দুপুরে হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে আসার কথা রয়েছে ব্রাজিলিয়ান তারকা ব্যারেটোর ৷