
সোনারপুর – সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুর ষ্টেশনের ১ নম্বর ষ্টেশন লাগোয়া এলাকায় বেআইনীভাবে নির্মান কার্য চলছিল ৷ এই অভিযোগে ঘটনাস্থল থেকে খোকন মন্ডল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদেরকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন – এবার দাম বাড়বে সরস্বতীর
জলাভূমির উপর বেআইনী নির্মান করছিলেন খোকন মন্ডল নামে এক ব্যক্তি ৷ জায়গাটি সোনারপুর ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ৷ পঞ্চায়েতের কাছ থেকেও কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ সোনারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই বেআইনী নির্মানের বিষয়টি সোনারপুর থানার নজরে নিয়ে আসা হয় ৷ অভিযোগ পাওয়ার সাথে সাথেই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোকন মন্ডল সহ মোট ৫ জনকে গ্রেফতার করে ৷ বাকিরা সকলেই রাজমিস্ত্রি বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
ধৄতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নির্মান সরঞ্জাম ৷ তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে সোনারপুর থানার পুলিশ সুত্রে ৷