
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
সোনারপুর – কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ। ফি বৃদ্ধি এবং স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ তার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানালেন অভিভাবকরা।
বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ, স্কুলের বাথরুম, ক্লাসরুমের অবস্থা খারাপ, মাঝেমধ্যেই চাঙড় ভেঙে পড়ে, পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুমে সিসিটিভি নেই, পর্যাপ্ত টিচার নেই। বারবার আলোচনায় বসার দাবি জানানো হলেও তাদের দাবি মানা হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল_ আসে সোনারপুর থানার পুলিশ। সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। তাদের দাবি প্রতিমাসে ৪ হাজার টাকা করে দেওয়া হয়। সেই টাকা আরো বাড়ানোর সার্কুলার দেওয়া হয়েছে ২০শে জানুয়ারি। অভিভাবকদের দাবি স্কুলের পরিকাঠামোর উন্নতি হলে তবে তারা বাড়তি ফি দেবেন। পুলিশের সাথে মধ্যস্ততায় আগামী ১লা ফেব্রুয়ারী মিটিং ডেকেছেন স্কুল কতৃপক্ষ। এইদিনই স্কুলের বেলেঘাটা শাখায় মিনি মেলা আছে। সেই পরিস্থিতিতে কিভাবে এই আলোচনা সম্ভব তা নিয়ে সন্দিহান অভিভাবকরা।
এই বিষয়ে স্কুল কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিভাবকরা ৷