
সোনারপুর – সরস্বতীপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ৷ সোনারপুরের একাধিক পটুয়া পাড়ায় চলছে জোরকদমে প্রস্তুতি ৷ শেষ মুহুর্তের নানান কাজে ব্যস্ত শিল্পীরা ৷ অনেকেই ইতিমধ্যেই প্রতিমা বাড়ি নিয়ে যেতে শুরু করেছেন ৷ সময় যত গড়াবে এই ছবি আরও বাড়বে বলে মনে করছেন শিল্পীরা ৷
আরও পড়ুন – বার্ষিক উৎসবের আগে নবরুপে সজ্জিত ত্রিপুর সুন্দরী মন্দির
বাগদেবীর আরাধনার প্রস্তুতি নিচ্ছে বাংলা ৷ প্রতিটি স্কুলের পাশাপাশি অধিকাংশের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ বাংলার ঘরে ঘরে প্রতিমা পৌঁছে দিতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা ৷ তবে তারা জানাচ্ছেন এবার প্রতিমার দাম আগের বারের থেকে বাড়তে চলেছে ৷ মুলত প্রতিমা তৈরি করার ক্ষেত্রে যে কাঁচামালের প্রয়োজন অর্থাৎ মাটি, খড়, কাঠামো তৈরির জন্য বাঁশ সবকিছুরই দাম বেড়েছে ৷ রং এরও দাম বেড়েছে বলে জানাচ্ছেন তারা ৷ সবকিছুরই দাম বেড়ে যাওয়ায় প্রতিমারও দামবৄদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন তারা ৷
হাইট অনুযায়ী প্রতিমার দাম নির্ধারিত হয় ৷ ছাঁচের প্রতিমাও পাওয়া যায় ৷ প্রতিমার দাম বেড়ে যাওয়ায় সরস্বতী পুজোর খরচ খানিকটা বাড়বে এমনই আশঙ্কায় রয়েছেন অনেকেই ৷ প্রতিমার দামবৄদ্ধির পাশাপাশি ফলের দামবৄদ্ধিরও আশঙ্কা করছেন তারা ৷