
সোনারপুর – সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে স্মরণসভা সোনারপুর দক্ষিণ বিধানসভা তৄণমুল কংগ্রেসের ৷ উপস্থিত ছিলেন বিধায়ক লাভলী মৈত্র সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৄণমুল কংগ্রেস নেতৄত্ব ৷
ঢালুয়া একতা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
সোনারপুরের বলাকা সংসদ ও পাঠাগারে এই স্মরণসভার আয়োজন করা হয় ৷ বিধায়ক লাভলী মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডের পৌরপিতা ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷ ৭ই জানুয়ারি সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ৷ তার প্রয়াণে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৄণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ৷ তার শেষ যাত্রায় সামিল হন সোনারপুরের বহু মানুষ ৷
দলের সাথে জীবন মুখোপাধ্যায়ের শেষ জীবনে আর তেমন যোগাযোগ ছিল না ৷ তিনি নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতেন ৷ তবে সাধারণ মানুষের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিবিড় যোগাযোগ রেখেছিলেন ৷ শুধু বিধায়ক নন, বিখ্যাত ইতিহাসবিদ হিসেবে তাকে মনে রাখবে বাংলার মানুষ ৷ সোনারপুর নিয়েও তার একাধিক বই রয়েছে ৷ এখানকার ইতিহাস, সংস্কৄতি তিনি তুলে ধরেছেন তার লেখার মাধ্যমে ৷