
বারুইপুর – এবার বিতর্কে বিজেপির যুবনেতা ৷ বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক ৷ বারুইপুরে বিজেপির বারুইপুর নগরমন্ডলের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হয় ৷ সেখানে দেখা যায় বিজেপি যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় চ্যাটার্জি বন্দুক উঁচু করে তা চালিয়েছেন ৷ এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক ৷ এই ছবি সোশাল মিডিয়াতেও দেওয়া হয় ৷ যদিও বিতর্ক দেখা দিতেই তা সরিয়ে নেওয়া হয়েছে ৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে মলয় চ্যাটার্জি জানান, এটা বন্দুক নয়, এটা এয়ারগান ৷ মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা এটা সেই জাতীয় বন্দুক ৷ এর সাথে মানিকচক, বৈষ্ণবনগরের বা ইংরেজবাজারের কোনও তুলনা করতে যাবেন না ৷ আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ৷ আমাদের উদ্দ্যেশ্য কখনই কাউকে ভীতি প্রদর্শন করা নয় ৷ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সন্মান জানাতে তারা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন ৷ এটাকে অতিরঞ্জিত করে দেখানো উচিত নয় ৷ ভয় দেখানো তৄণমুলের কাজ ৷ এটা আমাদের কাজ নয় ৷