
গড়িয়া – রটন্তী কালিপুজো উপলক্ষ্যে গড়িয়া ষ্টেশন সংলগ্ন ঢালুয়া একতা ক্লাবের উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ আজ সকাল থেকেই ক্লাব চত্বরে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ৷ শতাধিক মানুষ রক্তদান করেন ৷
রেকর্ড পাখির দর্শন এবারের পাখি উৎসবে
প্রতি বছরের মত এবারও ঢালুয়া একতা ক্লাবের উদ্যোগে রটন্তী কালি পুজোর আয়োজন করা হয়েছে ৷ এই উপলক্ষ্যে ২৭শে জানুয়ারী বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ বুধবার সকাল থেকেই ক্লাব প্রঙ্গনে রক্তদান শিবির ও বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ৷ চক্ষু পরীক্ষা, ইসিজি সহ শিশুদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এলাকার বহু বাসিন্দা ও শিশুরা এদিন স্বাস্থ্য পরীক্ষা করান ৷ সংগঠনের সম্পাদক সুকান্ত মন্ডল জানান বৄহস্পতিবার সকাল ১০টা থেকে শাড়ী, কম্বল, মশারী বিতরণ করা হবে ৷ বিকেলে এলাকার ছাত্রছাত্রীদের জন্য খাতা, বই, পেন দেওয়া হবে ৷ সন্ধে থেকে রয়েছে নাচ, গান ও আবৄত্তির অনুষ্ঠান ৷ ৩১শে জানুয়ারি শুক্রবার সন্ধে ৬টা থেকে মায়ের ভোগ বিতরণ করা হবে ৷ ১লা ফেব্রুয়ারি শনিবার সন্ধে ৬টা থেকে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷
সুকান্ত দাস আরও জানান তারা সারাবছর ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ৷ রটন্তী কালিপুজো উপলক্ষ্যে এক সপ্তাহ ধরেই বিভিন্ন কর্মসুচী নেওয়া হয় সেখানে যোগদান করেন এলাকার বহু মানুষ ৷