
ক্যানিং: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমান কার্তুজ উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার এক ৷ তাকে আজ পেশ করা হয়েছে আলিপুর আদালতে ৷ ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ ৷
বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক
সোর্স মারফত খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ৫৩টি কার্তুজ উদ্ধার করে ৷ ঘটনায় আবু তাহের মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ মঙ্গলবার রাতে ক্যানিং এর ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বোকরাবনি গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩ টি কার্তুজ। অভিযুক্ত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ইন্দ্রজিৎ সর্দারের অনুগামী বলে জানা গিয়েছে। কি কারণে এত পরিমাণ কার্তুজ সে নিজের বাড়িতে মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে আগে থেকেই এলাকায় অশান্তি ছড়ানো সহ বহু সমাজবিরোধী কাজ এমনকি খুনের অভিযোগও রয়েছে। নতুন করে এলাকায় অশান্তি ছড়ানোর কোন পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।