
বারুইপুর – বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ ৷ ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ শেখ আফ্রিদি ও শেখ সোহেল নামে ২ জন গ্রেফতার ৷ দুজনেই মল্লিকপুরের বাসিন্দা ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান সাটার ও ২টি লাইভ কার্তুজ ৷
প্রেমের সম্পর্কের টানাপোড়েনেই জয়নগরে খুন যুবতী
পুলিশ সুত্রে জানা গিয়েছে বারুইপুরে আদিগঙ্গার পাড়ে সদাব্রতঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির করছিল এই দুই যুবক। গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অস্ত্র ও কার্তজ ৷ তাদের৷ বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
সোর্স মারফত খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে সদাব্রত ঘাট সংলগ্ন এলাকা থেকে শেখ আফ্রিদি ওরফে কালু ও সেখ সোহেল ওরফে বাদশা নামে ২জনকে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি ওয়ান সাটার ও ২ রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি মল্লিকপুর এলাকায়। দুজনের নামেই এর আগে চুরি, ছিনতাই সহ নানান ধরনের অপরাধের অভিযোগ আছে। কোথা থেকে তারা আগ্নেয়াস্ত্র পেল কি কাজে ব্যবহার করা তাদের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।