
সোনারপুর – দুর্ঘটনার সংখ্যা কমাতে সোনারপুরে পথ নিরাপত্তা সপ্তাহের শুভ সুচনা করা হল ৷ এই কারণে একটি পদযাত্রারও আয়োজন করা হয় ৷ এই পদযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রী সহ পুলিশ আধিকারিক ও সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন ৷
পথ দুর্ঘটনা কমাতে সচেতনতা বৄদ্ধিতে জোর পুলিশ সুপারের
প্রতিদিন বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা ৷ অধিকাংশ ক্ষেত্রে ট্রাফিক আইন না মানা এবং মানুষের সচেতনতার অভাবেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে ৷ ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতনতা বাড়াতেই পদক্ষের পুলিশের ৷ সোনারপুর মোড় থেকে বৈকুণ্ঠপুর মোড় পর্যন্ত একটি পদযাত্রারও আয়োজন করা হয় ৷ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দাস, সোনারপুর ট্রাফিক ইন্সপেক্টর রেফাজুল মন্ডল, আর.টি.ও অফিসের প্রতিনিধি, বারুইপুর মহকুমাশাসকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই পদযাত্রায় ৷
পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে সচেতনতা বৄদ্ধিই অন্যতম পদক্ষেপ বলছে মনে করছেন প্রশাসন ৷ সেই লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷