
বারুইপুর – পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হল বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ৷ বারুইপুরে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্ধোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ৷ প্রতি বছর দেড় লক্ষের মত মানুষ পথ দুর্ঘটনায় মারা যান ৷ মুলত ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনার সংখ্যা বৄদ্ধি পায় ৷
প্রেমের সম্পর্কের টানাপোড়েনেই জয়নগরে খুন যুবতী
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন বাইক চালানোর সময় হেলমেট ব্যবহারের আবেদন জানান ৷ গাড়ি বা বাইক চালানোর সময় কেউ যাতে কানে হেডফোন ব্যবহার না করেন ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালবেন না ৷ পুলিশ সুপার আরও বলেন কেউ নিয়ম ভাঙলে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি ৷ কিন্তু শুধুমাত্র আইনী ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না ৷ মানুষ সচেতন হলে তবেই একটি পরিবারকে বাঁচানো যাবে ও দুর্ঘটনা এড়ানো যাবে বলে জানান তিনি ৷
পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বারুইপুরের উৎসব কমিউনিটি হল থেকে অমৄতলাল কলেজ মাঠ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রুপান্তর সেনগুপ্ত , অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্ডার সৌতম ব্যানার্জি, বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন সহ বারুইপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৷