
কুলপি – প্রেমের সম্পর্কে বাধা হচ্ছিল স্বামী ৷ স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হওয়ায় স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তিও চলছিল দীর্ঘদিন ধরে ৷ শেষ পর্যন্ত প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা ৷ পেছন থেকে কোদালের বাঁট দিয়ে মাথায় মেরে খুন করা হয় বলে অভিযোগ ৷
কুলতলিতে বিদ্যুৎপৄষ্ঠ হয়ে গৄহবধুর মর্মান্তিক মৄত্যু
পেশায় টোটোচালক গোপাল হালদার ৷ তিনি কুলপি থানা এলাকার গোপালনগরের বাসিন্দা ৷ তার সাথে ১৬ বছর আগে বিয়ে হয় মল্লিকা হালদারের ৷ তাদের ১৪ বছরের একটি মেয়েও আছে ৷ মল্লিকার সাথে গুরুদাস গায়েন নামে একজনের সাথে পরকীয়া সম্পর্ক তৈরি হয় ৷ স্ত্রী ও তার প্রেমিক মিলেই পরিকল্পনা করে খুন করেছে বলে অভিযোগ ৷ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ মেরে বাড়ির সামনেই দেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ ৷ গোপালের সাথে কারোরই তেমন শত্রুতা ছিল না বলে জানিয়েছেন তার গোপালের বাই উত্তম হালদার ৷ প্রতিবেশী অনেকের কাছে গোপাল জানিয়েছিল স্ত্রী তাকে চায় না বলে ৷ তাদের পারিবারিক সমস্যা মেটাতে একাধিকবার বসাবসিও হয় ৷ গোপালের বোন প্রতিমা মন্ডল বলেন তার ভাইয়ের খুনিরা যেন শাস্তি পায় ৷
এই ঘটনায় মল্লিকা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপালের দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷