
সোনারপুর – সোনারপুরের বিভিন্ন জায়গায় মহা ধুমধামের সাথে পালিত রটন্তী কালিপুজো ৷ সারাবছর ধরে প্রতিটি অমবস্যাতে নানান কালিপুজো আয়োজিত হলেও রটন্তী কালিপুজো হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ৷ মায়ের প্রতিকৄতি শ্রীকৄষ্ণের আদলে তৈরি হয় ৷ মায়ের হাতে থাকে বাঁশি ৷
কালো ব্যাচ পরে প্রতিবাদ শিক্ষকদের
রটন্তী কথার অর্থ হল রটে যাওয়া ৷ রটন্তী কালিপুজো নিয়ে বিভিন্ন মতামত রয়েছে ৷ অনেকে মনে করেন এই তিথিতেই দেবীর মহিমা এই ধরাধামে রটিত হয়েছিল ৷ আবার অনেকেই মনে করেন মা কালির আরও একটি রুপ ছিন্নমস্তা এই বিশেষ তিথিতেই আবির্ভুত হয়েছিল ৷ শ্রীকৄষ্ণ রাধিকা কে রক্ষা করতে কালির রুপ ধারণ করেন ৷ এই রটনা থেকেই শুরু হয় রটন্তী কালি পুজো ৷
এই পুজো করলে দাম্পত্য, প্রেমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷ দক্ষিণেশ্বরের মন্দিরেও রটন্তী কালিপুজো খুব ধুমধাম করে আয়োজন করা হয় ৷ ২০২৫ সালের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৭শে জানুয়ারি সন্ধে ৭টা ৩৮ মিনিট থেকে ৷ ২৮শে জানুয়ারি রাত্রি ৭টা ৩১ মিনিট পর্যন্ত থাকছে ৷ অমবস্যার তিথি শুরু হচ্ছে ২৮শে জানুয়ারি সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে ২৯শে জানুয়ারি সন্ধে ৬টা ৪০ মিনিট পর্যন্ত ৷