
বনহুগলী – ঠিক এক বছর আগে আজকের দিনেই স্কুলে ঢুকে তাণ্ডব চালিয়েছিল একদল দুষ্কৄতি ৷ স্কুলেই আক্রান্ত হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতিও ৷ ঘটনায় কড়া মনোভাব নিয়েছিল কলকাতা হাইকোর্টও ৷ হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ ৷
সুভাসগ্রামে নয়ানজুলি থেকে দেহ উদ্ধার
সোনারপুর উত্তর বিধানসভা এলাকার বনহুগলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরাম মন্মথনাথ বিদ্যামন্দির ৷ ২০২৪ সালের ২৭শে জানুয়ারি এই বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে ৷ বহিরাগতরা স্কুলের মধ্যে ঢুকে হামলা চালায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া্য এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিস ৷
হামলার ঘটনার এক বছর পুর্তি উপলক্ষ্যে আক্রান্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা আজ সারাদিন কালো ব্যাচ পরে সেদিনের ঘটনার প্রতিবাদ জানান ৷ সেদিনের ঘটনা তারা জীবনে কোনদিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন তারা ৷