
সোনারপুর – শনিবার থেকে নিখোঁজ থাকার পর এক ব্যাক্তির দেহ মিলল খালে ৷ মৄতের নাম খোকন রায় চৌধুরি ৷ শনিবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ তারপর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ আজ দুপুরে সুভাসগ্রাম রেলগেট সংলগ্ন খাল থেকে তার দেহ উদ্ধার হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
ত্রিপুর সুন্দরী মন্দির সংলগ্ন এলাকার সৌন্দর্য্যায়ন
সুভাসগ্রাম এলাকার বাসিন্দা খোকন রায়চৌধুরী ৷ শনিবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ তারপর আর বাড়ি ফেরেন নি ৷ বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পাইনি ৷ সোমবার দুপুরে সুভাসগ্রাম রেলগেট সংলগ্ন খালে একজনের দেহ ভাসতে দেখা যায় ৷ খবর দেওয়া হয় সোনারপুর থানায় ৷ পুলিশ গিয়ে তার দেহ উদ্ধার করে ৷
খোকন বাবু তেমন কোনও কাজকর্ম করত না ৷ তবে তার মদ্যপানের নেশা ছিল বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মৄত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷