
বোড়াল – নতুন করে সাজানো হয়েছে ত্রিপুর সুন্দরী মন্দির ৷ সৌন্দর্য্যায়নের কাজ ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস ৷ আগামী বুধবার নবরুপে সজ্জিত মন্দিদের উদ্ধোধন করবেন তিনি ৷ উপস্থিত খাকবেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ৷
ভাঙড়ে বাড়ির ফেরার পথে গুলিবিদ্ধ এক
প্রায় দে়ড় কোটি টাকা খরচ করে নতুন করে সাজানো হল ত্রিপুর সুন্দরী মন্দিরকে ৷ নবরুপে সজ্জিত মন্দিরের সৌন্দর্য্যায়নের কাজ সোমবার পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিত দে ও কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাস ৷ মন্দিরটি ১১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও মন্দিরে যাওয়ার রাস্তা রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ৷ স্থানীয় পৌরপিতা বিশ্বজিত দে জানান মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই কাজ করা হল ৷ এরফলে সাধারণ মানুষ যেমন উপকৄত হবেন তার পাশাপাশি এই মন্দিরে আগত দর্শনার্থীদেরও সুবিধা হবে বলে জানান তিনি ৷
আগামী ২৯শে জানুয়ারী রাস্তা ও নবরুপে সজ্জিত মন্দিরের উদ্ধোধন করবেন বিদ্যুৎ, আবাসন, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস ৷