
সোনারপুর – কলকাতার সাথে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে কামালগাজি উড়ালপুল ৷ বারুইপুর ও সোনারপুরের একাধিক জায়গা থেকে সার্দান বাইপাস ধরে এই উড়ালপুল দিয়ে অনায়াসে দ্রুত কলকাতায় পৌঁছে যাওয়া যায় ৷ বহু মানুষ অল্প সময়ে কলকাতা যাতায়াতের জন্য এই উড়ালপুল ব্যবহার করেন ৷
সোনারপুরে প্রকাশ্যে এল মীরের গোপন নেশা
কলকাতার সাথে সোনারপুর, বারুইপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ আরও মসৄণ করতে তৈরি করা হয়েছিল সার্দান বাইপাস ৷ এই রাস্তা তৈরি হওয়ার পর এন.এস.সি বোস রোডে গাড়ির চাপ অনেকটাই কমেছে ৷ যানজটও কমেছে ৷ সার্দান বাইপাসের সাথে সংযোগের জন্য একটি উড়ালপুলের প্রয়োজন হয়ে পড়ে ৷ তখন তৈরি করা হয় কামালগাজি উড়ালপুল ৷
২০১৬ সালের ২৭শে জানুয়ারিএই উড়ালপুলের উদ্ধোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এরফলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হয় ৷ এই উড়ালপুল চালু করার জন্য সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ৷