
ভাঙড় – ভর সন্ধায় গুলি চলার ঘটনায় ভাঙড়ে চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ভোজেরহাটের ভাটিপোতায় ৷ গুলিবিদ্ধ জাহির পুরকাইত ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ৷ কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পর্কের টানাপোড়েনের জন্যই এই ঘটনা ঘটেছে ৷
গড়িয়ার বোয়ালিয়ায় স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
ভাঙড়েরই চন্দনেশ্বর থানা এলাকার বনগ্রামে বাড়ি জাহিরের ৷ সে লেদার কমপ্লেক্সে কাজ করত ৷ স্ত্রীকে নিয়ে ভাটিপোতা এলাকায় ভাড়া থাকত বলে জানা গিয়েছে ৷ আজ সন্ধায় বাড়ির সামনে তাকে লক্ষ্য করে দুষ্কৄতি গুলি চালায় ৷ গুলি তার পেটে লেগেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়েনের জন্যই এই ঘটনা ঘটেছে ৷
গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ৷ তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা কেন গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷