
নরেন্দ্রপুর – স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভুগোলে নম্বর বাড়ানোর সহজ উপায়
রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার বাসিন্দা গোপাল বসাক (৪৫)। তিনি কনস্ট্রাকশন সংস্থায় কাজ করতেন। স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ তার স্ত্রী মামনি বসাক ও ছেলে অমিত বসাক তাকে প্রায়ই মারধর করত। মাঝেমধ্যে রাতে মারধর করে বাড়ি থেকে বের করে দিত বলেও অভিযোগ। আজ সকালে গোপাল বসাকের ভাগ্নী প্রিয়াঙ্কা রায়ের কাছে ফোন আসে। তাকে জানানো হয় যে তার মামা আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। দেহ দেখে তাদের সন্দেহ হয়। ঘটনায় তারা নরেন্দ্রপুর থানায় স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ স্ত্রী মামনি বসাকের সাথে অন্যের সাথে পরকীয়া সম্পর্ক ছিল। তার জেরেই এই ঘটনা।
প্রতিবেশীদের সুত্রে জানা গিয়েছে রাতে বাড়িতে ঝামেলাও হয়।