
সোনারপুর – ছোটদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন ৷ উদ্যোক্তা রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা মন্ডল ৷ প্রায় এক হাজারের মত প্রতিযোগি অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় ৷ আঁকার প্রতি ছোটদের উৎসাহ বাড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পৌরমাতা ৷
সোনারপুরে প্রকাশ্যে এল মীরের গোপন নেশা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা মন্ডল ও ২৬ নম্বর ওয়ার্ড তৄণমুল কংগ্রেসের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ৷ ওয়ার্ডের ১৪ বছর পর্যন্ত বয়সীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ মোট তিনটি বিভাগে প্রতিযোগিদের ভাগ করা হয়েছে ৷ সমাজসেবামুলক নানান দিক প্রতিযোগিতার বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে ৷ এই বিষয়ে পুরমাতা রেশনা মন্ডল জানান ছোটদের মধ্যে পথ নিরাপত্তা ও প্রকৄতি নিয়ে সচেতনতা তৈরি করতেই এই পদক্ষেপ ৷
এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন IPS ইন্দ্রজিত বসু, মুল উদ্যোক্তা সাহেনশা মন্ডল সহ ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকগন ৷