
সোনারপুর – বনহুগলীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন ৷ দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে বনহুগলী ২ নম্বর অঞ্চল তৄণমুল যুব কংগ্রেস ৷ এই টুর্নামেন্টের উদ্ধোধন করলেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ ৷ শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট ৷ খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন বহু দর্শক ৷
ভাঙড়ে বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
বনহুগলী ২ নম্বর অঞ্চল তৄণমুল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খানের উদ্যোগে মোট ১৬টি দলকে নিয়ে নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ৷ বনহুগলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে দুই দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট ৷ শনিবার দুপুরে এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন তৄণমুল যুব কংগ্রেসের নেত্রী যাদবপুরের সাংসদ অভিনেত্রী সায়নী ৷ উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পুরসভার পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল ৷
এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সেজে উঠেছে গোটা এলাকা ৷ মাঠের চারপাশে লাগানো হয়েছে আলো ৷ দিনে ও রাতেও খেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা আকবর আলি খান ৷