মহামায়াতলা: মহামায়াতলার ঘোষবাড়ি, যা স্থানীয়দের কাছে বসুমতী ভবন নামেই পরিচিত, সেখানে এবছরও অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বাড়ির সদস্যরা মিলে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই পুজোর আয়োজন। চন্দননগরের আদলে টানা পাঁচদিন ধরে চলে মায়ের পূজা। সম্পূর্ণ বিরাচারে, পঞ্চম আকার যোগে সম্পন্ন হয় পূজার সমস্ত রীতি ও নিয়ম। ষষ্ঠীর দিন মায়ের অধিবাসের মাধ্যমে সূচনা হয় উৎসবের, এরপর নিয়ম মেনে সপ্তমী, অষ্টমী ও নবমীতে অনুষ্ঠিত হয় পুজো, অঞ্জলি, সঙ্গীত ও ভোগের আয়োজন। দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এই দেবীপূজা।
দুর্গাপুজোর মতোই এখানে দেখা যায় এক অনন্য জাঁকজমক ও উৎসবের আবহ। আলো, সজ্জা, আরতি আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত থাকে সমগ্র এলাকা। ঘোষবাড়ির সদস্যরা বলেন, এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধনের প্রতীকও বটে। মহামায়াতলার এই জগদ্ধাত্রী পুজো এখন ধীরে ধীরে গড়ে উঠছে এলাকার অন্যতম জনপ্রিয় ও প্রতীক্ষিত উৎসব হিসেবে।
