সোনারপুর: সোনারপুরে কাস্টমস বিভাগের এক অফিসারের উপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজিজুল গাজী, বাড়ি পোলঘাট এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে সোনারপুর মেগাসিটি এলাকার বাসিন্দা ওই কাস্টমস অফিসার প্রদীপ কুমারের সঙ্গে এক অটো চালকের বচসা বাঁধে। অভিযোগ, তর্কাতর্কি চলাকালীন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই স্থান ত্যাগ করেন।
কিন্তু কিছুক্ষণ বাদেই ওই অটো চালক আরও কয়েকজনকে নিয়ে ফেরেন ঘটনাস্থলে এবং প্রদীপবাবুর উপর চড়াও হন বলে অভিযোগ। বেধড়ক মারধরে আহত হন তিনি। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাস্টমস অফিসার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং আজিজুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, হামলায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
