সোনারপুর: সাউন্ড বক্স বন্ধ করা নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগে গ্রেফতার দম্পতি। ঘটনাটি সোনারপুর থানার অন্তর্গত এলাকায়। ধৃতদের নাম পিন্টু সাহা ও রেখা সাহা। শুক্রবার সকালে তাদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক দুজনকেই সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাউন্ড বক্স বন্ধ করা নিয়ে স্থানীয়ভাবে বিবাদ বাধে। অভিযোগ, সেই বিবাদই শেষ পর্যন্ত গড়ায় খুনে। তদন্তকারীদের অনুমান, ঘটনাটির পেছনে আরও গভীর কোনও কারণ থাকতে পারে। তাই শুধুমাত্র ‘সাউন্ড বক্স বিতর্ক’ নয়, ব্যক্তিগত রাগ বা অন্য কোনও পুরনো শত্রুতাও যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সোনারপুর থানার তরফে আদালতে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণের আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদনও মঞ্জুর করেছেন। ফলে আগামী কয়েক দিনের মধ্যে অভিযুক্তদের উপস্থিতিতে ঘটনাস্থলে রিকনস্ট্রাকশন করা হবে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সনাতন নামে এক ব্যক্তি সাউন্ড বক্স বন্ধ করার পরেই হঠাৎ কিছু অংশে আলোও নিভে যায়। কারণ, একই তার দিয়ে সংযুক্ত ছিল বক্স এবং আলোর লাইন। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যেই ঘটে যায় প্রাণঘাতী হামলা।
ঘটনায় জড়িত দম্পতিকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তদন্তকারীদের মূল লক্ষ্য— এটি আকস্মিক রাগের বিস্ফোরণ, নাকি পূর্বপরিকল্পিত খুন।
