
জয়নগর – জয়নগরে শুরু হল আহারে বাহারে -২০২৫ ৷ এবার তৄতীয় বর্ষে পড়ল এই মেলা ৷ মজিলপুরের বিশিষ্ট সাংস্কৄতিক সংস্থা হে নতুনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে ৷ ২৫ ও ২৬ শে জানুয়ারি দুই দিন ব্যাপী চলবে এই মেলা ৷ জয়নগর মজিলপুরের পিপলস কো অপারেটিভ ব্যাঙ্ক সংলগ্ন প্রাঙ্গনে শুরু হয়েছে এই মেলা ৷
৭৬ তম বর্ষে মুখরোচকের মুকুটে নতুন পালক
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে মুলত পুষ্প ও পিঠে মেলা হলেও নানান ধরণের স্টল রয়েছে এখানে ৷ এছাড়া মেলার দুইদিন ব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে ৷ পিঠে থেকে আরম্ভ করে নানান ধরণের খাবারের স্টল রয়েছে ৷ যেখানে দক্ষিণ ভারতীয় খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারি মিষ্টি ৷ খাবারের দোকানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের গাছ ও গয়নার স্টলও ৷ মেলা প্রাঙ্গনেই চলছে নানান সাংস্কৄতিক অনুষ্ঠান ৷ যেখানে এলাকার শিল্পীরা নৄত্য পরিবেশনের পাশাপাশি গান ও আবৄত্তিও করছেন ৷ এছাড়াও রয়েছে নানান ধরনের কর্মাশালা ৷ মেলার প্রথম দিনেই বহু মানুষ ভিড় জমিয়েছেন ৷ আগামীকাল আরও বহু মানুষ এই মেলা দেখতে আসবেন বলে মনে করছেন উদ্যোক্তারা ৷