সোনারপুরঃ সোনারপুর থানা এলাকার হরিনাভীতে মদ্যপানের টাকা না পেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম রিন্টু ভট্টাচার্য, বয়স (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজপুর সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিন্টু দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন। কোনও কাজ করতেন না, আর দিনের বেশিরভাগ সময় মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় কাটাতেন।
আরও পড়ুনঃ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সোনারপুরে গ্রেফতার যুবক
জানা গেছে, তিনি মায়ের সঙ্গেই থাকতেন এবং নিয়মিত মায়ের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেন মদ কেনার জন্য। টাকা না পেলে মাকে মারধর করতেন বলেও অভিযোগ। সোমবার সেই ঘটনাই চরম পরিণতির দিকে যায়। মদ্যপানের জন্য মা টাকা দিতে অস্বীকার করায় রাগের মাথায় আত্মহত্যার পথ বেছে নেয় রিন্টু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনারপুর থানার পুলিশ। দ্রুত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি প্রশ্ন উঠছে নেশার নেশায় ডুবে যাওয়া এক যুবকের অসহায় জীবনের পরিণতি নিয়ে।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। নেশার জেরে প্রতিদিনকার অশান্তি শেষ পর্যন্ত প্রাণ কাড়ল এক তরুণের — সামাজিক বার্তা স্পষ্ট, মদ-নেশা শুধু জীবন নয়, ভেঙে দেয় পুরো পরিবারকেও।
