
ভাঙড় – রাজনৈতিক সংঘর্ষের কারণে বারবার খবরের শিরোনামে থাকা ভাঙড় থেকে আগ্নে্য়াস্ত্র উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ৷ ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমরিচা পশ্চিম পাড়া থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । ঘটনায় আতিয়ার মোল্লা নামে একজন গ্রেফতার। তার কাছ থেকে একটি রাইফেল, চার রাউন্ড গুলি ও একটি বড় হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।
বিয়ের দুমাসের মধ্যে আত্মঘাতী বোড়ালের যুবক
পুলিশ সুত্রে জানা গিয়েছে সোর্স মারফত তারা খবর পান আতিয়ার মোল্লা নামে একজনের বাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে। এই খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় ৷ বাড়ি থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের সময় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা পুলিশি ধরপাকড়ের ভয়ে তা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে।
ধৄতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র কি কারণে কেনা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷