কুলতলিঃ রবিবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই। সেদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসে ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নেমে আসতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার মধ্যে দুটি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাইকে করে এসে দুই দুষ্কৄতি গুলি চালায় বলে জানা গিয়েছে ৷
চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা। অন্ধকারের কারণে কেউই দুষ্কৃতীদের সঠিকভাবে দেখতে পাননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কুলতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। রাজনৈতিক অশান্তি নাকি ব্যক্তিগত শত্রুতা—কোন উদ্দেশ্যে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। আকস্মিক এই গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
