বারুইপুর: বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার কাঠের ব্রিজের কাছে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে পড়ে ঘটনাস্থল। গলার নলী কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেহ দেখেই তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। পাশে পড়েছিল একটি মদের বোতল। সেই সূত্র ধরেই সন্দেহ দানা বাঁধছে আরও গভীরভাবে।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা নামলেই ওই নির্জন রাস্তার ধারেই বসে মদের আসর। নিয়মিতই সেখানে অচেনা যুবকদের আনাগোনা থাকে। অনেক সময় রাত অবধি চলতে থাকে মদ্যপান ও বচসা। বাসিন্দারা আগেও অভিযোগ তুলেছিলেন, কিন্তু তেমন ব্যবস্থা হয়নি বলেই দাবি। তাঁদের মতে, রাতের অন্ধকারে ওই এলাকাই এখন দুষ্কৃতীদের আড্ডাখানা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে খুন বলে অনুমান তদন্তকারীদের। কারা, কী কারণে খুন করল, তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত নজরদারি ও টহলের ব্যবস্থা না করলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। ভয় এবং ক্ষোভ মিলেমিশে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
