
নরেন্দ্রপুর – স্ত্রীর সাথে অশান্তির জেরে আত্মঘাতী যুবক ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মাঝেরপাড়ায় ৷ মৄতের নাম শুভ হালদার (২৫) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷
গ্রীনপার্কে ক্লাসরুমে আত্মঘাতী শিক্ষক
মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল তাদের ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার এক তরুণীর সাথে তার পরিচয় ৷ নভেম্বর মাসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে তারা ৷ বাড়ির একমাত্র ছেলে ছিল শুভ ৷ পরিবারের লোকজন তাদেরকে মেনে নেওয়ার বাড়ি ফিরে আসে তারা ৷ তারপর থেকে এখানেই ছিল ৷ তবে কোনও কাজকর্ম করত না শুভ ৷ পাশাপাশি মাঝেমধ্যেই সে নেশা করত বলে জানা গিয়েছে ৷ তা নিয়েই স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত ৷
শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল স্ত্রী ৷ বিকেলে ফিরেও আসে ৷ তারই মধ্যে ফাঁকা বাড়িতে আত্মঘাতী হয় শুভ ৷ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ৷