সোনারপুরঃ সোনারপুরের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বলাকা সংসদ ও পাঠাগারের অবদান দীর্ঘদিনের। এ বছর তারা ৬৩ তম দুর্গাপুজো উদযাপন করছে। শুধু পূজা নয়, সারাবছর জুড়ে নানা সামাজিক কাজকর্মে তাদের সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারের পূজোতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছেন।
আধুনিক জীবনে সম্পর্কের উষ্ণতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। নেট দুনিয়ার আগ্রাসনে ছোট থেকে বড় সকলে আজ মোবাইলের ওপর নির্ভরশীল। সকাল শুরু হয় মোবাইল সার্চ দিয়ে, কেনাকাটা থেকে আড্ডা—সবই ডিজিটাল দুনিয়ার ভরসায়। এই প্রবণতা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে দুর্বল করে তুলছে, পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এই বাস্তব অথচ কঠিন সত্যকেই এবারের দুর্গাপুজোয় তুলে ধরেছে বলাকা সংসদ ও পাঠাগার। তাদের প্যান্ডেল সজ্জায় ফুটে উঠবে কিভাবে মানুষ ক্রমশ ভার্চুয়াল জগতের বন্দি হয়ে পড়ছে। একদিকে প্রযুক্তির সুবিধা, অন্যদিকে মানবিক সম্পর্কের অবক্ষয়—এই বৈপরীত্যকেই তারা শিল্পের মাধ্যমে প্রকাশ করছে।
আয়োজকদের মতে, পূজো শুধু ভক্তির উৎসব নয়, বরং সমাজকে নতুন করে ভাবতে শেখানোরও সুযোগ। তাই এবারের থিম—“নেট দুনিয়ার গ্রাস”—হচ্ছে এক সতর্কবার্তা। প্রযুক্তি ব্যবহার হোক সচেতনভাবে, সম্পর্ক ও পরিবেশকে বাঁচিয়ে রাখাই হোক মূল লক্ষ্য—এমনই বার্তা ছড়িয়ে দিতে চায় বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩ তম দুর্গাপুজো।
