সোনারপুরঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। বাধা দিতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক রেপিডো বাইক চালক। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালঞ্চ থেকে মল্লিকপুরের সংযোগ রাস্তায়, সোনারপুর ও বারুইপুর থানার সীমান্তে সরকার মোড়ের কাছে।
রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে বাইক চালক মোহাম্মদ মেহেবুবকে লক্ষ্য করে হঠাৎ দুই যুবক তার বাইকের সামনে দাঁড়ায়। বাইক থামাতেই তারা হ্যান্ডেল চেপে ধরে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। মেহেবুব বাধা দিতেই চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুই অভিযুক্ত। গুরুতর জখম অবস্থাতেই চিৎকার করে ওঠেন তিনি। অভিযুক্তরা মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করলে মেহেবুব তাদের পিছনে ধাওয়া করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইবাজকে ধরে ফেলে এবং সোনারপুর থানায় খবর দেয়। পুলিশ এসে গুরুতর আহত মেহেবুবকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
ধৃত দুই অভিযুক্ত মল্লিকপুর এলাকার বাসিন্দা ও নাবালক বলে জানা গেছে। পুলিশ তাদের জেরা করে ঘটনাস্থল সংলগ্ন একটি মাঠ থেকে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও চপার দিয়ে হামলার অভিযোগ রয়েছে। দুই নাবালকের এহেন ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চমকে গেছে পুলিশ মহল। স্থানীয়রা আতঙ্কিত, কারণ এভাবে নাবালক ছিনতাইবাজদের দৌরাত্ম্য এলাকাজুড়ে অশান্তির ইঙ্গিত দিচ্ছে। ধৃতদের জুভেনাইল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
