
সোনারপুর: ৭৫ পেরিয়ে ৭৬ বছরে পদার্পন করল মুখরোচক। বাঙালির রসনা তালিকায় অন্যতম নাম এই মুখরোচক। নানা স্বাদের চানাচুরেই এখন আর আটকে নেই মুখরোচক। চানাচুরের পাশাপাশি চিরে ভাজা, ডাল ভাজা, বাদাম, ঝাল মুড়ি সহ প্রায় ৩০ রকমের নানা সামগ্রী আগেই বাজারে এনেছে এই কোম্পানি। ৭৬ তম বর্ষে পদার্পণের দিনই তারা বাজারে আনলেন ইনস্ট্যান্ট ভেল। শনিবার সোনারপুর থানার মুখরোচক ফ্যাক্টরি কাম বাগান বাড়িতেই এই নতুন প্রোডাক্টের শুভ সূচনা হয়। সূচনা করেন মুখরোচক এর ব্র্যান্ড অ্যাম্বাসডর কোয়েল মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন মুখরোচক এর কর্ণধার প্রণব চন্দ্র, কোম্পানির সিইও সঙ্গীতা চন্দ্র ও ব্যবসায়িক প্রধান প্রতীক চন্দ্র।
গ্রীনপার্কে ক্লাসরুমে আত্মঘাতী শিক্ষক
এদিন ভারতীয় ডাক বিভাগের সাথেও অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয় মুখরোচক পরিবার। প্রকাশিত হয় তাদের ডাক টিকিট ও। দেশ পেরিয়ে বিদেশের মাটিতে আগেই পৌঁছেছে মুখরোচক, এবার তাদের টার্গেট সকলের ঘরে ঘরে নিজেদের তৈরি সামগ্রী পৌঁছে দেওয়া।
এই অনুষ্ঠান উপলক্ষ্য়ে চাঁদের হাট বসেছিল সোনারপুরের লাঙলবেড়িয়ায় মুখোরচকের বাগানবাড়িতে ৷ সাংস্কৄতিক জগতের অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে ৷