মথুরাপুরঃ দুর্গোৎসব মানেই থিমের জাঁকজমক আর নতুনত্বের ছোঁয়া। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের দুর্গাপুজো এবার একেবারেই অন্য মাত্রা নিতে চলেছে। ৩৫ বছরে পা দেওয়া এই পুজোর এবারের থিম—‘রাশি রহস্য’।
পুজো প্যান্ডেলে ঢুকলেই দর্শকরা জানতে পারবেন নিজেদের রাশিফল ও ভাগ্য। হ্যাঁ, এবার প্রযুক্তির সহায়তায় প্যান্ডেলেই ভাগ্য গণনার সুযোগ থাকছে। মণ্ডপে বসানো হয়েছে ১২টি ল্যাপটপ, যেখানে যে কোনো রাশির মানুষ সহজেই জেনে নিতে পারবেন তাঁদের ভবিষ্যৎ। শুধু তাই নয়, প্রতিটি রাশির বৈশিষ্ট্যও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হবে দর্শকদের সামনে। উদ্যোক্তারা জানিয়েছেন, পৌরাণিক কাহিনি, আধ্যাত্মিকতা ও জ্যোতিষ শাস্ত্রের সুন্দর মেলবন্ধন ঘটানো হয়েছে মণ্ডপে। এখানে মা দুর্গা শোভা পাচ্ছেন শনি মহারাজ রূপে। বিশালাকার ধ্যানমগ্ন মহিষাসুর দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। মণ্ডপে ঢুকলেই পুরাণের রাজপ্রাসাদের আবহ তৈরি হবে, যা এক অন্যরকম অভিজ্ঞতা দেবে দর্শকদের।
পুরো মণ্ডপ সাজানো হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, তাঁদের এ বছরের থিম যে কোনো কলকাতার বড় বাজেটের মণ্ডপকেও টেক্কা দেবে। সব মিলিয়ে মধ্য শিবপুরে এবারের দুর্গাপুজোতে দর্শকদের জন্য থাকছে শুধু ঠাকুর দেখা নয়, সঙ্গে ভাগ্য জানার বিশেষ অভিজ্ঞতা। ফলে এখানে যে ভিড় উপচে পড়বে, তা এখনই নিশ্চিত।
