সোনারপুরঃ সোনারপুর কামরাবাদ সামাজিক সেবা সমিতি (NGO) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া মিলল। বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবের আবহ তৈরি হয়।
আরও পড়ুনঃনরেন্দ্রপুরে চাঞ্চল্য: একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার, পলাতক প্রেমিক
এই রক্তদান শিবিরে শেষপর্যন্ত আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, মোট ৮৯ জন রক্তদাতা রক্তদান করেন এবং ১০৭ জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ নেন। দিনভর রক্তদাতাদের ভিড় ও স্বাস্থ্য পরীক্ষায় আগতদের অংশগ্রহণ গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি রক্তদানই ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বহু মানুষ তাদের শারীরিক সমস্যার প্রাথমিক ধারণা পান। এর ফলে সময়মতো চিকিৎসার ব্যবস্থা করাও সহজ হবে। সমিতির সম্পাদক খোকন পতি ও সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, স্থানীয় মানুষদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের কর্মসূচিকে সফল ও সমৃদ্ধ করেছে। তাঁরা আরও জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি আয়োজন করা হবে।
এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাচ্ছেন। ফলে সমাজের প্রতিটি স্তরে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে সোনারপুর কামরাবাদ সামাজিক সেবা সমিতি। উপস্থিত বিশিষ্টজনেরা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনগুলোতেও এভাবে মানবিক কাজে পাশে থাকার অঙ্গীকার করেছেন। সমিতির পক্ষ থেকেও সকল অংশগ্রহণকারী ও সমর্থনকারীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
