নরেন্দ্রপুরঃ নরেন্দ্রপুরে শুরু হল এক নতুন সাহিত্যিক ও সাংস্কৃতিক উৎসব—সুগম পার্ক বইমেলা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মন্দিরগেটের একেবারে কাছেই অবস্থিত সুগম পার্ক আবাসনে, সুগম পার্ক কৃষ্টি ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই আয়োজন।
১৫ই আগস্ট বিকেল ৪টায়, স্বাধীনতা দিবসের গৌরবময় দিনে, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র। উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক সমীরণ দাস, জয়দীপ চক্রবর্তী, সৈকত মুখোপাধ্যায় এবং টেকনো ইন্ডিয়ার কর্ণধার মানসী রায়চৌধুরী। ১৫, ১৬ ও ১৭ আগস্ট—তিন দিন ধরে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা। এখানে থাকছে ২৫টি প্রকাশনা সংস্থা ও লিটল ম্যাগাজিন স্টল, যার মধ্যে রয়েছে আনন্দ, অভিযান, দে’জ, মিত্র ও ঘোষ, কথোপকথন প্রোডাকশনস, অক্ষর সংলাপ, সুলেখা-সহ আরও অনেকে। শিশু সাহিত্য, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা—সব ধরনের বই মিলবে এক ছাদের নিচে। এই আয়োজন শুধু সুগম পার্ক আবাসনের বাসিন্দাদের জন্য নয়—যে কেউ অংশ নিতে পারবেন। বইপ্রেমীরা যেমন খুঁজে পাবেন নিজেদের পছন্দের বই, তেমনই নতুন পাঠকের জন্যও খুলে যাবে সাহিত্য জগতের নতুন দিগন্ত।
প্রথমবারের মতো আয়োজিত সুগম পার্ক বইমেলা বই কেনা-বেচার বাইরেও হয়ে উঠতে চলেছে এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব—যেখানে বইয়ের সাথে মিলবে মানুষের মনও। স্বাধীনতার মাসে এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেবে।
