সোনারপুরঃ জগদ্দল কলোনী হাইস্কুলে মেয়েদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। ২৫ নম্বর ওয়ার্ডের ফান্ডের অর্থে বসানো হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন—যা থেকে মাত্র ৫ টাকার কয়েন দিয়ে সহজেই পাওয়া যাবে একটি স্যানিটারি প্যাড।
আরও পড়ুনঃ বারুইপুরে তানিস্ক-এর নতুন শোরুম – অফারের ভাণ্ডারে সোনার হাসি
প্রায় দেড়শো ছাত্রী অধ্যয়নরত এই স্কুলে, এই মেশিন বসানোর ফলে তারা যেকোনও সময় গোপনীয়ভাবে ও দ্রুত প্যাড সংগ্রহ করতে পারবে। শুধু তাই নয়, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে ও পরিবেশবান্ধব উপায়ে ফেলার জন্য বসানো হয়েছে ইকো–ফ্রেন্ডলি ডিসপোজাল মেশিন। স্বাস্থ্যবিধি মেনে এই প্রক্রিয়া ছাত্রীরা নিজেরাই ব্যবহার করতে পারবে, কোনও অসুবিধা ছাড়াই। এই উদ্যোগের পেছনে রয়েছেন ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোনালী রায়। তাঁর প্রচেষ্টায় জগদ্দল কলোনী হাইস্কুল ছাড়াও কনক বসু হাইস্কুলেও বসানো হয়েছে একই ধরণের মেশিন, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রী উপকৃত হয়। স্কুলের শিক্ষিকারা এবং ছাত্রীরা এই পদক্ষেপে ভীষণ খুশি। তাঁদের মতে, মাসিকের সময়েও স্কুলে নির্ভয়ে থাকা ও ক্লাস করা এখন অনেক সহজ হবে। আগে জরুরি মুহূর্তে স্যানিটারি প্যাড না পাওয়ার কারণে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হত, এই উদ্যোগ সেই সমস্যার সমাধান করবে।
সোনালী রায়ের এই মানবিক উদ্যোগ শুধু মেয়েদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের জন্যই নয়, বরং সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। স্থানীয়দের আশা, এই পদক্ষেপ আরও অনেক স্কুলে পৌঁছাবে এবং মেয়েদের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে।
