বারুইপুরঃ গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ নিল বারুইপুর মহকুমা হাসপাতাল। চালু হল একেবারে নতুন শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা। এখন থেকে একবার ১০২ নম্বরে ফোন করলেই এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে গর্ভবতী মহিলার বাড়িতে। সেখান থেকে রোগীকে সরাসরি নিয়ে আসা হবে হাসপাতালে। সন্তান জন্মের পরও একইভাবে মা ও নবজাতককে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ৷
আরও পড়ুনঃ শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা মণ্ডলের
শুধু তাই নয়, কোনো গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটলে এই অ্যাম্বুলেন্স তাঁকে দ্রুত অন্য সরকারি হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। মোট পাঁচটি শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স এখন পরিষেবায় যুক্ত হল। প্রতিটি অ্যাম্বুলেন্সেই রয়েছে অক্সিজেন সাপোর্ট, প্রেসার পরীক্ষা করার ব্যবস্থা, আর সঙ্গে থাকছেন প্রশিক্ষিত নার্স—যারা জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে পারবেন। আগে বারুইপুর মহকুমা হাসপাতালে ৪টি ১০২ অ্যাম্বুলেন্স চালু ছিল, কিন্তু সেগুলো ছিল সাধারণ এবং শীততাপনিয়ন্ত্রিত নয়। ফলে গর্ভবতী মহিলাদের জন্য দীর্ঘ যাত্রায় অস্বস্তি ও ঝুঁকির আশঙ্কা থেকেই যেত। নতুন এয়ারকন্ডিশন্ড অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হল।
রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য—এটি শুধু আরামদায়ক নয়, বরং মা ও শিশুর জন্য আরও নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করবে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এই নতুন পরিষেবা গর্ভবতী মায়েদের চিকিৎসা ও সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং প্রসূতি সেবায় এক বড় পরিবর্তন আনবে।
