রাজপুরঃ শিক্ষা উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করলেন রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা মণ্ডল। ওয়ার্ডের ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আরও ভালো ফল করতে পারে, সেই লক্ষ্যেই পরীক্ষার আগে তিনি আয়োজন করেছিলেন বিশেষ শিক্ষামূলক ক্যাম্প। বিশিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে এই ক্যাম্পে পরীক্ষার্থীরা পেয়েছে পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ।
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরে তৃণমূলকর্মী খুনে ধৃতের সংখ্যা সাত, এলাকা দখলই হত্যার মূল কারণ
এদিন এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। শুধুমাত্র কৃতীদের সম্মানিত করাই নয়—ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বই, খাতা, কলম সহ নানা ধরনের শিক্ষাসামগ্রী। শিক্ষকদের বার্তা ছিল স্পষ্ট—শিক্ষাই ব্যক্তিগত উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক সামাজিক অগ্রগতির একমাত্র পথ। তারা ছাত্রছাত্রীদের আরও মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের মঞ্চে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, পুলিশ আধিকারিক ইন্দ্রজিত বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথিরা রেশনা মণ্ডলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় স্তরে শিক্ষার প্রসারে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ—ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস, শিক্ষকদের উৎসাহ আর অভিভাবকদের গর্বের মিলনে তৈরি হল এক স্মরণীয় পরিবেশ। শিক্ষার আলো ছড়িয়ে দিতে রেশনা মণ্ডলের এই উদ্যোগ প্রমাণ করল—পরিবর্তন শুরু হয় ছোট পরিসর থেকেই, আর সঠিক দিকনির্দেশনা পেলে প্রতিটি শিক্ষার্থী গড়ে তুলতে পারে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।
