
সোনারপুর- দুয়ারে সরকার ক্যাম্পে এসে মিলছে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ৷ এমন সুবিধা পেয়ে খুশি ক্যাম্পে আসা সাধারণ বাসিন্দারা ৷ এরফলে তারা উপকৄত হচ্ছেন বলে জানিয়েছেন বহু মানুষ ৷ শুধু ডাক্তারের পরামর্শই নয়, ক্যাম্প থেকেই মিলছে প্রয়োজনীয় ঔষধ ফলে উপকৄত হচ্ছেন এলাকার বাসিন্দারা ৷
দু্য়ারে সরকার ক্যাম্পে রক্ত দিলেন সরকারি কর্মীরা
সোনারপুর ব্লকের বনহুগলী ১ গ্রাম পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ এই ক্যাম্পেই সরকারি পরিষেবা পেতে ভিড় জমাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা ৷ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ক্যাম্পের পাশাপাশি রয়েছে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্পও ৷ কেউ এখানে এসে অসুস্থ বোধ করলে বা নিজের থেকে স্বাস্থ্য শিবিরে গিয়ে নানান শারীরিক পরীক্ষা করাচ্ছেন অনেকেই ৷ কারোর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন পড়লে টেলি মেডিসিন পরিষেবার সুবিধা পাচ্ছেন তারা ৷ স্বাস্থ্য কর্মীর কাছে থাকা ল্যাপটপ থেকেই সরাসরি চিকিৎসকের কাছে নিজের সমস্যার কথা জানাতে পারছেন ৷ এরফলে অনেক সুবিধা হচ্ছে ৷
দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে টেলি মেডিসিন পরিষেবা নিয়ে সোনারপুরের ব্লক মেডিকেল অফিসার অনুপ মিশ্র জানান অনেকেই যারা সমস্যা নিয়ে এই শিবিরে আসছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷