সোনারপুরঃ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হরিনাভীতে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম জাকির শেখ ও রিয়াজ উদ্দিন শেখ। পুজালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবার মর্মান্তিক খুন, চাঞ্চল্যে ডায়মন্ড হারবার
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল এই দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে হরিনাভীতে। অভিযোগ, স্থানীয় কিছু যুবক তাদের ধাওয়া করলে, ধৃতরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। তবে যুবকদের তাড়া খেয়ে টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যবসায়ী ও স্থানীয়দের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তদের সনাক্ত করে। ধৃত জাকির শেখ ও রিয়াজ উদ্দিন শেখ — দুজনেই পুলিশের কাছে পরিচিত মুখ। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার বিভিন্ন থানায় তাদের নামে একাধিক চুরি, ছিনতাই ও তোলাবাজির মামলা রয়েছে। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়েছে বলে জানা গেছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হবে বলে জানিয়েছে সোনারপুর থানার কর্তারা। পুলিশ আশা করছে, টিআই প্যারেড ও প্রমাণ সংগ্রহের মাধ্যমে এই মামলার পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরনো মামলার তদন্তে অগ্রগতি হবে। এই ঘটনায় হরিনাভী ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করলেও, অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে সরব হয়েছেন।
