ডায়মন্দঢহারবারঃ ক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নেশার টাকা না পেয়ে বাবাকে নৃশংসভাবে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে। মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য। অভিযুক্ত ছেলে সুপ্রিয় বৈদ্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরের বনহুগলীতে খুনকাণ্ডে ধৃতের সংখ্যা ছয়, এলাকা দখলই খুনের কারণ বলে দাবি পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, সুপ্রিয় বৈদ্য দীর্ঘদিন ধরে নেশার অভ্যাসে ডুবে ছিল। প্রায়ই বয়স্ক বাবার কাছে নেশার জন্য টাকা চাইত। শনিবারও সে বাবার কাছে টাকা দাবি করে। কিন্তু হরেন্দ্রনাথ বৈদ্য টাকা দিতে অস্বীকার করায় বাবা–ছেলের মধ্যে তুমুল বচসা হয়। এর জেরেই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে একাধিক কোপ মারে সুপ্রিয়। গুরুতর জখম হয়ে হরেন্দ্রনাথ বৈদ্য বাড়ির উঠোনেই লুটিয়ে পড়েন। অভিযোগ, হত্যার পর অভিযুক্ত ছেলে কিছুক্ষণ গ্রামে এদিক–ওদিক ঘুরে বেড়ায়। যেহেতু ওই বাড়িতে বাবা–ছেলেই থাকতেন, প্রথমে কেউ ঘটনার টের পাননি। পরে প্রতিবেশীদের সন্দেহ হলে খোঁজ নিতে গিয়ে সত্য প্রকাশ পায়। গভীর রাতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথ বৈদ্যকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নেশার কুফল নিয়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত সুপ্রিয় বৈদ্যকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য টাকা না পেয়ে পরিকল্পিতভাবেই বাবাকে খুন করেছে সে।
