filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.6304687, 0.43348643);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
সোনারপুরঃ আগামী ৯ই আগস্ট রাখী পূর্ণিমা। বাংলা জুড়ে পালিত হবে সংস্কৃতি দিবস। আর এই বিশেষ দিনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে রাজপুর সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। প্রতি বছরের মতো এবারও এই ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে রাখী উৎসব। তবে এবার বাজার থেকে কিনে আনা নয়—রাখী তৈরি করছেন এখানকার মেয়েরাই, নিজেদের হাতে, নিজেদের ভাবনায়।
আরও পড়ুনঃ অফবিট গন্তব্য সিটং: বর্ষায় ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সাথে পাহাড়ের টানে
সাধারণত রাখী পূর্ণিমার কয়েকদিন আগে বাজার থেকে নানা রকমের রাখী কেনা হত। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে এই ছবিটা বদলে গেছে। এখন একমাস আগে থেকেই ওয়ার্ডের মেয়েরা শুরু করে দেন রাখী তৈরির কাজ। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনা হয় বড়বাজার থেকে। সেইসব সামগ্রী একত্রিত করে নিজেরাই বানান রঙ-বেরঙের রাখী। এই কর্মসূচি শুধু একটুখানি অর্থ সাশ্রয় নয়—এর মাধ্যমে ওয়ার্ডের মেয়েরা পাচ্ছেন নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের একটা মঞ্চ। পাশাপাশি, অন্যের মঙ্গল কামনায় নিজের হাতে বানানো রাখী পরিয়ে দেওয়ার যে আবেগ—সেটাও এই উদ্যোগকে করে তুলছে আরও তাৎপর্যপূর্ণ।
এই উৎসবে প্রতি বছর উপস্থিত থাকেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। তাঁর উপস্থিতিতে রাখী বন্ধনের এই মধুর উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই রাখী পূর্ণিমা তাই হয়ে উঠছে শুধু আচার নয়—একটা সামাজিক উদ্যোগ। একাত্মতার, সৌভ্রাতৃত্বের, আর নারীদের নিজস্ব ক্ষমতাবান হয়ে ওঠার এক ছোট্ট পদক্ষেপ। এই রাখী পূর্ণিমায় এক নতুন সামাজিক বার্তা দিচ্ছে ২৮ নম্বর ওয়ার্ড—নিজের হাতে তৈরি হোক ভালোবাসার বন্ধন।
