নিজস্ব সংবাদদাতাঃ যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে আনতে চাইলে, পাহাড়ই হতে পারে আপনার শ্রেষ্ঠ গন্তব্য। আর এমনই এক অফবিট স্বর্গ হল দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার সিটং। সবুজে মোড়া, মেঘে ঢাকা পাহাড়ের বুকের মধ্যে অবস্থিত এই ছোট্ট জনপদ আজও ভিড়ভাট্টার বাইরে। প্রাকৃতিক সৌন্দর্যে আবিষ্ট এই স্থানটি হয়ে উঠছে শান্তিপ্রেমী ভ্রমণকারীদের পছন্দের ঠিকানা।
সিটং-এ রয়েছে “Mad About Travel”-এর একটি অত্যন্ত সুন্দর, নিরিবিলি হোম স্টে—যেখানে আপনি পাবেন আপনার নিজের একটি পাহাড়ি ঘরের অনুভব। নিঃশব্দ, নির্জন এই পরিবেশে থেকে আপনি প্রকৃতির স্পর্শকে অনুভব করতে পারবেন হৃদয়ের গভীর থেকে। এই বর্ষা হোক কিংবা বছরের অন্য সময়, যদি আপনার মন চায় সবুজে হারিয়ে যেতে, তাহলে সিটং-ই হোক আপনার পরবর্তী গন্তব্য। এখন “Mad About Travel”-এর সঙ্গে বুক করলে থাকছে বিশেষ ছাড়।
হোম স্টেতেই শুধু নয়, আশপাশে রয়েছে বহু অনন্য দর্শনীয় স্থান। সেখান থেকে ঘুরে আসতে পারেন—
📍 অহলধারা ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট
🌲 নামখিন পোখরি ও পাইন ফরেস্ট
🍃 মহালদিরাম টি গার্ডেন
💦 লেপচা ফলস ও অরেঞ্জ গার্ডেন
🌉 যোগীঘাট ও রিয়াং নদীর অপূর্ব সঙ্গম
🏞️ মংপো রবীন্দ্র ভবন ও লেপচা মনাস্ট্রি
শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরত্বে, সিটং অপেক্ষা করছে আপনার উপস্থিতির জন্য। এই বর্ষায় নিজেকে উপহার দিন প্রকৃতির কোলে দুটো দিন—
সিটং-এ দেখা হবে, Mad About Travel-এর সঙ্গে।
