filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
সোনারপুরঃ ১৯৮৬ সাল। দক্ষিণ ২৪ পরগনার বোড়ালের শ্রীপুরে জন্ম নিয়েছিল এক স্বপ্ন—একটা এমন শিক্ষাপ্রতিষ্ঠান, যা শুধু পাঠ্যক্রম নয়, ভবিষ্যৎ গড়ার দিশা দেখাবে। সেই স্বপ্ন নিয়েই পথ চলা শুরু করেছিল স্টুডেন্টস‘ একাডেমি হাই স্কুল।
প্রায় চার দশক পরেও সেই স্বপ্ন অটুট। এই বিদ্যালয় এখন শুধুমাত্র একটি স্কুল নয়, বরং এক আশ্রয়স্থল—যেখানে তৈরি হয় আগামী দিনের নাগরিক। টর্টলার থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৭০০ ছাত্রছাত্রী পড়ে এই বিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি তারা শিখছে মানবিকতা, চরিত্র, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি। স্কুলের ভিতরে রয়েছে আধুনিক শিক্ষার প্রয়োজনীয় পরিকাঠামো—কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব, ও সমৃদ্ধ লাইব্রেরি। শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার মতো পরিবেশই তৈরি করে এই প্রতিষ্ঠান। কিন্তু এই বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ? তার ৪০ জন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। যাঁরা শুধুই শিক্ষক নন—এক একজন পথপ্রদর্শক, মেন্টর, অভিভাবক। পাশে রয়েছেন ১২ জন অশিক্ষক কর্মী—যাঁরা নীরবে, নিষ্ঠায় চালিয়ে যাচ্ছেন প্রশাসনিক ও দৈনন্দিন কাজ।
এই দীর্ঘ যাত্রায় স্টুডেন্টস’ একাডেমি থেকে তৈরি হয়েছে বহু সফল মানুষ—যাঁরা আজ নানা পেশায়, নানা ভূমিকায় প্রতিষ্ঠিত। তাদের সাফল্যই বিদ্যালয়ের অহংকার। আজ, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য এক নির্ভরযোগ্য নাম—স্টুডেন্টস‘ একাডেমি হাই স্কুল।
কারণ এখানে শিক্ষা মানে শুধু পাঠ্যবই নয়—জীবনের পাঠ।
