সোনারপুরঃ মানবিকতার নিদর্শন রাখল সোনারপুর কামরাবাদ সামাজিক সেবা সমিতি। বিরল রোগে আক্রান্ত সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা দাসের চিকিৎসার জন্য ২০,০০০ টাকার চেক তুলে দেওয়া হল তাঁর পরিবারের হাতে, সমিতির পক্ষ থেকে।
আরও পড়ুনঃ অফবিট পাহাড়ি স্বর্গ ফিকেলগাঁও: কাঞ্চনজঙ্ঘার কোলে এক অপার প্রাকৃতিক নিবাস
এই কঠিন সময়ে হৃদিকার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বহু মানুষ। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাহায্য শুধু শুরু, আগামী দিনে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা চলবে। হৃদিকার চিকিৎসার জন্য আগামী ছয় মাসে প্রায় ১৬ কোটি টাকার প্রয়োজন। এত বিপুল অঙ্কের চিকিৎসার খরচ বহন করা কোনও সাধারণ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই আরও অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক খোকন পতি, সভাপতি অসীম ভট্টাচার্য, এবং অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, হৃদিকার সুস্থতা কামনায় এবং তাঁর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আরও অনেক সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে।
এই মুহূর্তে হৃদিকার জীবন বাঁচাতে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। ছোট্ট একটি প্রাণের জন্য একটু সাহায্য যেন হয়ে ওঠে বড় আশার আলো। আপনার সহানুভূতিই হৃদিকার নতুন জীবনের পথ খুলে দিতে পারে।
আপনিও এগিয়ে আসুন।
