নিজস্ব প্রতিবেদনঃ উত্তরবঙ্গের ভিড়ভাট্টা থেকে দূরে, কালিম্পং জেলার কোলে লুকিয়ে রয়েছে এক অফবিট রত্ন—ফিকেলগাঁও। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি গ্রাম এখন পর্যটকদের কাছে নতুন করে আকর্ষণ হয়ে উঠছে।
শিলিগুড়ি থেকে প্রায় ৯৮ কিমি দূরে এবং কালিম্পং থেকে মাত্র ৩৩ কিমি দূরত্বে অবস্থিত এই গ্রামে পৌঁছাতে সময় লাগে ৪ ঘণ্টার মতো। ব্যক্তিগত গাড়ি কিংবা শেয়ার গাড়িতে করেই সহজেই পৌঁছে যাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উপরে অবস্থিত ফিকেলগাঁওয়ের প্রধান আকর্ষণ—কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। এমনকি এই গ্রামেই রয়েছে উত্তরবঙ্গের একমাত্র আপেল বাগান। এখান থেকে পর্যটকরা ঘুরে নিতে পারেন মনসুন, বার্মিক, তিস্তা, সাংসের, গ্যাংটক বা বিখ্যাত সিল্ক রুট। গ্রামের এক প্রান্তে রয়েছে একটি মনোরম ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় দার্জিলিং, দাওয়াইপানি, তাকদা, ডেলোপার্ক, ইচ্ছেগাঁও সহ একাধিক জনপ্রিয় পর্যটনস্থল।
স্থানীয় সংস্কৃতি, কৃষিকাজ, মাছচাষ আর পাহাড়ের শান্ত সৌন্দর্য একত্রে উপভোগ করতে চাইলে আদর্শ জায়গা ফিকেলগাঁও। এখানেই রয়েছে Mad About Travel-এর একটি হোমস্টে। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সহ সম্পূর্ণ গ্রাম্য অভিজ্ঞতা মেলে এখানেই। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকেও সরাসরি যাওয়া যায়। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে এক নিরিবিলি ছুটির ঠিকানা হতে পারে এই ছোট্ট গ্রাম। আর ট্রিপ প্ল্যান করতে যোগাযোগ করুন—Mad About Travel-এ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমরা পাশে আছি। চলুন, ঘুরে আসা যাক ফিকেলগাঁও। পাহাড় ডাকছে আপনাকে!
MAD ABOUT TRAVEL – 8509870920 ও 8240157592
