
বারুইপুর – অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেবাশ্রয় প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা ব্যক্তিগত উদ্যোগে এর সাথে সরকারের কোন সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রচেষ্টা ভালোর জন্য এর জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সাফল্য আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সরকারি চিকিৎসা পরিষেবা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোন ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব ব্যক্তিগতভাবে নিতে পারবে,তা আমি বলতে পারব না।
সোনারপুরে দুয়ারে সরকার ক্যাম্পে জেলাশাসক
শুক্রবার বারুইপুরে একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের একাধিক সেবাশ্রয় ক্যাম্প আজই পরিদর্শন করেন।