কাকদ্বীপঃ নতুন করে বড়সড় ধস নামল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায়। প্রায় ৫০ মিটার নদী বাঁধ ও যাতায়াতের ইটের রাস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে মাছ ধরতে হলে বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্র, কড়া পদক্ষেপ মৎস্য দপ্তরের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টি, নদীর প্রবল স্রোত ও অমাবস্যার কোটালের প্রভাবে এই ধস নেমেছে। গত এক বছরের মধ্যেই এই এলাকায় প্রায় ৫০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। নদীর গর্ভে চলে গিয়েছে প্রায় ১০টি দোকান ও প্রচুর গাছপালা। একাধিকবার বাঁধ মেরামতির কাজ হলেও, নদীর ঘূর্ণাবর্ত ও স্রোতের তীব্রতা রোধ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতি সামাল দিতে সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ রক্ষায় বাঁশের খাঁচা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কিছু এলাকায় ঝাউ বল্লা পুঁতে পাইলিংয়ের কাজও করা হয়। কিন্তু তার মধ্যেও ফের নতুন করে ধস দেখা দিয়েছে।
কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যব্রত মাইতি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটু দূরে রিং বাঁধ তৈরি করা হয়েছে। পাশাপাশি ধস নামা অঞ্চলে আরও বেশি সংখ্যক বাঁশের খাঁচা ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।” এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এলাকাবাসীর একটাই প্রশ্ন—এই ধসের আতঙ্ক থেকে কবে মিলবে স্থায়ী মুক্তি?
