নিজস্ব প্রতিবেদনঃ দার্জিলিং জেলার ব্যস্ত পর্যটন কেন্দ্রগুলিকে এড়িয়ে পাহাড়ি প্রকৃতির কোলে নিরিবিলি কিছু সময় কাটাতে চাইলে আদর্শ গন্তব্য হতে পারে লেপচাজগত। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, পাইন বন ঘেরা পরিবেশ আর অফবিট লোকেশনের মেলবন্ধনে তৈরি হয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। দার্জিলিং থেকে মাত্র ১৯ কিমি এবং শিলিগুড়ি থেকে প্রায় ৬৪ কিমি দূরত্বে অবস্থিত লেপচাজগতের উচ্চতা প্রায় ২১২৩ মিটার। এখানকার প্রধান আকর্ষণ ‘ভিউ পয়েন্ট’ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ছাড়াও দার্জিলিং শহরের প্যানোরামিক ভিউ এবং প্রতিবেশী দেশ নেপালের গ্রামাঞ্চল।
এই গ্রামের মধ্য দিয়ে বিস্তৃত পাইন ফরেস্ট শুধু নয়নাভিরাম সৌন্দর্যই নয়, সিনেমার শ্যুটিং লোকেশন হিসেবেও বহুবার ব্যবহৃত হয়েছে। বাংলা এবং হিন্দি সিনেমার নানা দৃশ্য ধারণ করা হয়েছে এই পাইন বনেই। দুই-তিন দিনের জন্য একান্তে প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে লেপচাজগত আদর্শ জায়গা। এখান থেকে সহজেই ঘুরে নেওয়া যায় মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি ফটক, গোপালধারা টি এস্টেট, সুখিয়াপোখরি, ঘুম স্টেশন এবং দার্জিলিং শহর। স্থানীয় হোম স্টে গুলিতে থাকার সুব্যবস্থা রয়েছে। রাস্তার পাশেই অবস্থিত এই হোম স্টে-তে মিলবে ঘরোয়া আতিথেয়তা, আর খাবার পরিবেশন হয় বুফে সিস্টেমে। এখানকার খাদ্যমানও অত্যন্ত প্রশংসনীয়। শীতকালে ভাগ্য অনুকূল হলে পর্যটকরা স্নোফলও উপভোগ করতে পারেন।
পর্যটন সংস্থা ‘Mad About Travel’-এর সহযোগিতায় সহজেই পৌঁছনো যায় লেপচাজগত, আর এখানকার হোম স্টেগুলিতে আগাম বুকিং করলেই মিলবে আরামদায়ক অভিজ্ঞতা। শান্ত, নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেপচাজগত ধীরে ধীরে হয়ে উঠছে নতুন প্রজন্মের অন্যতম প্রিয় অফবিট ডেস্টিনেশন। MAD ABOUT TRAVEL – 8509870920 ও 8240157592
